জনবিস্ফোরণ: মোদির উদ্বেগে সমর্থন, বাল ঠাকরেও জন্মনিয়ন্ত্রণের কথা বলতেন, বলল শিবসেনা
Web Desk, ABP Ananda | 16 Aug 2019 07:32 PM (IST)
একই অনুষ্ঠানে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপ সমর্থন করে বলেন, কী করে একটা রাজ্যের কেন্দ্রের থেকে আলাদা ক্ষমতা থাকে? পাশাপাশি জাতীয় স্বার্থে ধর্মকে জড়ানোরও বিরোধিতা করেন উদ্ধব।
মুম্বই: দেশে জনবিস্ফোরণ মোকাবিলায় ছোট পরিবারের পক্ষে গতকাল স্বাধীনতা দিবসে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিনই বিজেপি শরিক শিবসেনা তাকে স্বাগত জানিয়ে বলল, তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরে সবসময়ই জন্মনিয়ন্ত্রণের পক্ষপাতী ছিলেন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে মোদী দেশে ‘জনবিস্ফোরণ’ ঘটছে বলে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এতে একাধিক সমস্যা মাথাচাড়া দেয়। পরিবারের আয়তন বড় না করা দেশপ্রেমের একটা সামান্য পদক্ষেপ বলেও অভিমত জানান তিনি। শুক্রবারই এ নিয়ে শিবসেনা এমপি তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, আমরা খুশি যে মোদী সরকার শিবসেনার নীতিকেই এগিয়ে নিয়ে চলেছে। প্রয়াত বাল ঠাকরে সবসময় জনসংখ্যা নিয়ন্র্ ণের পক্ষে ওকালতি করতেন। মোদীর নেতৃত্বে এনডিএ সরকার শিবসেনার নীতিতেই চলছে। এতে জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির লক্ষ্যে তাত্ক্ষনিক তিন তালাক রোধ আইন একটি পদক্ষেপ বলেও অভিমত জানান রাউত। একই অনুষ্ঠানে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপ সমর্থন করে বলেন, কী করে একটা রাজ্যের কেন্দ্রের থেকে আলাদা ক্ষমতা থাকে? পাশাপাশি জাতীয় স্বার্থে ধর্মকে জড়ানোরও বিরোধিতা করেন উদ্ধব। শিবসেনা মুখপত্র সামনার সম্পাদকীয়তেও মোদীর গতকালের উদ্বেগ সমর্থন করে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ছোট পরিবার থাকলে উন্নয়ন, সমৃদ্ধি দ্রুত হতে পারে। তিনি ঠিকই বলেছেন। কিন্তু সমাজের একটা বড় অংশের পরিবারের আয়তন, জনবিস্ফোরণ, তার খারাপ ফল নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই। এখানে কিছু ধর্মান্ধ মুসলিম ‘হাম দো, হামারা পচিশ’-এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে তৈরি নয়। এই অবস্থায় প্রধানমন্ত্রী পরিবার ছোট রাখা জাতীয়তাবাদী কাজ বললেও দেশের মুসলিমরা তা থেকে শিক্ষা নেবেন কি?