লখনৌ: ঐক্যের মঞ্চেই ফের বিবাদ। প্রকাশ্যে এল ফাটলের ছবিটা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমর্থককে মঞ্চেই ধাক্কা দিলেন সমাজবাদী পার্টির স্টেট প্রেসিডেন্ট শিবপাল যাদব।


শনিবার লখনৌয়ে, সমাজবাদী পার্টির ২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানের মঞ্চে ঘটে এই ঘটনা। মঞ্চে তখন অখিলেশ, তাঁর বাবা মুলায়ম, কাকা শিবপাল তো ছিলেনই, ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের লালুপ্রসাদ যাদব, জনতা দল ইউনাইটেডের শরদ যাদব, জনতা দল সেকুলারের এইচ ডি দেবগৌড়া, আরএলডির অজিত সিংহ।

সেইসময় জাভেদ আবিদি নামে অখিলেশের এক সমর্থককে মঞ্চেই দুবার ধাক্কা মারেন শিবপাল। মঞ্চে দাঁড়িয়ে অখিলেশের ভূয়সী প্রশংসা করছিলেন তাঁর সমর্থক জাভেদ। তিনি বলছিলেন, অখিলেশই পার্টির ভবিষ্যৎ। তখনই তাঁকে ধাক্কা দেন শিবপাল। জাভেদের হাত থেকে মাইক নিজের হাতে নিয়ে নেন দলীয় নেতা ওম প্রকাশ সিংহ।

জাভেদের বিরুদ্ধে অভিযোগ, বিনা অনুমতিতেই মঞ্চে উঠে পড়েছিলেন তিনি। সেই জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়। শিবপাল বলেন, প্রত্যেকেরই উচিত নিয়ম-শৃঙ্খলা মেনে চলা। কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

যদিও, উত্তরপ্রদেশের বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। পার্টি সূত্রে খবর, জাভেদের নাম বক্তাদের তালিকায় ছিল।