এটাওয়া: ভোটের আগেও উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টি (সপা)-র অভ্যন্তরীন সংঘাত থামার  কোনও লক্ষ্মণ নেই। ভোট প্রচার চলাকালেই নিজের ক্ষোভ উগরে দিলেন শিবপাল যাদব। সপা প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের ভাই শিবপাল যাদব যে মন্তব্য করেছেন তাতে দলের মধ্যে পারিবারিক কোন্দলে নয়া মাত্রা জুড়েছে। তিনি বলেছেন, আগামী ১১ মার্চের পর তিনি নতুন দল গঠন করবেন। তিনি বলেছেন, ১১ মার্চ যখন রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে তখন তিনি নতুন দল গড়বেন। নিজের অনুগামীদের কাছে শিবপাল অখিলেশ যাদবকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি সরকার গঠন কর, আমি নতুন পার্টি গড়ব।


তাঁর এই ঘোষণার পর সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সপা প্রধান তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলের স্বার্থ বিরোধী কাজ করলে কাউকেই রেয়াত করা হবে না। যদিও অখিলেশ কারুর নাম উল্লেখ করেননি।


উল্লেখ্য, দলের দখল নিয়ে সপা-র ঘরোয়া লড়াইয়ে জিতেছেন অখিলেশ। শিবপালকে উত্তরপ্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে বসিয়েছেন নিজের অনুগামীকে।


এই ঘটনায় তিনি যে ক্ষুব্ধ, এদিন তা বুঝিয়ে দিয়েছেন শিবপাল। যাদবদের শক্ত ঘাঁটি যশবন্তনগর থেকে প্রার্থী হয়েছেন শিবপাল। তিনি তির্যক ভঙ্গিতে বলেছেন, তাঁকে দলের টিকিট দিয়ে কৃতার্থ করেছেন অখিলেশ। অন্যথায় তিনি নির্দল হিসেবে লড়াই করতেন।


শিবপাল বলেছেন, বহু সমর্থকই চেয়েছিলেন, আমি নির্দল হিসেবে লড়াই করি.. সে রকম হলে আমি মুক্ত হয়ে যেতাম।


শিবপাল আরও ঘোষণা করেছেন, তিনি সপা-র বিক্ষুব্ধ প্রার্থীদের হয়ে প্রচার করবেন। শিবপাল  বলেছেন, তিনি মুলায়মের পাশেই থাকবেন এবং কোনওভাবেই নেতাজীর অসম্মান বরদাস্ত করবেন না।


উল্লেখ্য, সপা-র নয়া ক্ষমতা বিন্যাসে সম্পূর্ণ কোণঠাসা শিবপাল। তাঁকে দলের তারকা প্রচারকদের তালিকাতেও রাখা হয়নি।


শিবপালের  হুমকি সম্পর্কে অখিলেশ বলেছেন, দলের স্বার্থবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। একইসঙ্গে তিনি বলেছেন, নেতাজীর আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে এবং সপা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ৩০০-র বেশি আসনে জয়ী হবে। যাদব পরিবারে কোনও বিরোধ নেই বলেও দাবি করেছেন অখিলেশ।