ভোপাল: কৃষক আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত পাঁচ চাষীর পরিবারের হাতে বুধবার এক কোটি টাকা করে ক্ষতিপূরণ তুলে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। আর এদিনই, রাজ্যে আত্মঘাতী হলেন আরও দুই কৃষক।
এদিন, বিশেষ বিমানে করে সস্ত্রীক মান্দসৌরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বাদওয়ান গ্রামে নিহত ঘনশ্যাম ধকড়ের পরিবারের সঙ্গে দেখা করেন। গতকালই, ৬ নিহতের পরিবারপিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। সেই অনুযায়ী, এদিন ঘনশ্যামের পরিবারের হাতে এক কোটি টাকা তুলে দেন শিবরাজ।
মান্দসৌরে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে পাঁচ কৃষকের মৃত্য হয়। পরে, হাসপাতালে আরও এক কৃষক মারা যান। এদিন দোষীদের কঠোর সাজার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া, সেদিনের ঘটনায় নিহত আরও ২ কৃষক সত্যনারায়ণ, চৈনরাম পতিদারের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী।
এদিকে, এদিনই রাজ্যের বালাঘাট ও বারবনি জেলায় ২ কৃষক আত্মহত্যা করেন। এই নিয়ে গত ৮ জুন থেকে মধ্যপ্রদেশের মোট ৭ জন কৃষক আত্মহত্যা করলেন।