ভোপাল: আজ দ্বিতীয় দিনে পড়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের অনশন। কৃষক আন্দোলনে পুলিশি গুলিচালনায় ৬ জনের মৃত্যুর জেরে অনশনে বসেছেন তিনি। সম্ভবত আজ শিবরাজ অনশন ভাঙবেন।
শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে শান্তি ফেরার প্রার্থনায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন তিনি। জানা গিয়েছে, মান্দসৌর এলাকায় পুলিশের গুলিতে মৃত কৃষকদের পরিজনেরা গতকাল তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা তাঁকে অনশন ভাঙার অনুরোধ করেন, একই সঙ্গে আবেদন করেন, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই কৃষক পরিবারগুলি অনশন তুলে নিয়ে তাঁকে তাদের গ্রামে যাওয়ার আমন্ত্রণ করেছে। তাঁর অনশন তুলে নেওয়ার ইঙ্গিত মিলেছে এ কথায়।
তবে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে অন্যান্য রাজ্যের কৃষক সংগঠনও। নানা রাজ্যে আজ শুরু হবে সাংকেতিক আন্দোলন। ১৬ তারিখ গোটা দেশের রাজপথ বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত আটকে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপি সরকারের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে কংগ্রেসও। শিবরাজের বিরুদ্ধে সিন্ধিয়া রাজপরিবারের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মাঠে নামাচ্ছে তারা। শিবরাজ সরকারের বিরুদ্ধে তিনি ৭২ ঘণ্টা সত্যাগ্রহ করবেন। ১৪ তারিখ ভোপালের টি টি নগর দশহরা ময়দানে শুরু হবে তাঁর এই সত্যাগ্রহ। তার আগের দিন পুলিশের গুলিতে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে মান্দসৌর যাবেন তিনি।
সম্ভবত আজ অনশন ভাঙবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2017 09:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -