আদিত্যনাথের প্রশংসা করে ফড়নবীশকে খোঁচা শিবসেনার

Continues below advertisement
মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দৃষ্টান্ত উল্লেখ করে মহারাষ্ট্রের বিজেপি সরকারকে বিঁধল শরিক শিবসেনা। দলের মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে আদিত্যনাথের কাজ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। সামনা-র নিবন্ধে বলা হয়েছে, আদিত্যনাথ সমালোচকদের ভুল প্রমাণ করে উত্তরপ্রদেশের মানুষের কল্যাণে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন। রাজ্যকে অধোগতির কবল থেকে তুলে আনার সর্বতো প্রয়াস করছেন আদিত্যনাথ। তিনি তাঁর কাজের প্রতি অত্যন্ত দায়বদ্ধ। ক্ষমতায় এসেই আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কৃষি ঋণ মকুবের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করার মাধ্যমেই সামনা-র সম্পাদকীয়তে ফড়নবীশকে নিশানা করেছে শিবসেনা। তারা বলেছে, যে রকম গুরুত্ব সহকারে আদিত্যনাথ কাজ করছেন, তার বিন্দুমাত্র পেলেই মহারাষ্ট্র সরকার মানুষের প্রশংসা পেতে পারত। আদিত্যনাথ তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষি ঋণ মকুব করেছেন। আর মহারাষ্ট্র সরকার আদিত্যনাথ মডেল খতিয়ে দেখার কথা বলেই ক্ষান্তি দিয়েছে। সামনা-য় আরও বলা হয়েছে, দায়বদ্ধতার মুখোশ পরলেই কাজ হয় না। সে জন্য কাজ করতে হয়।  যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁদের যোগীর দায়বদ্ধতা থেকে শিক্ষা নেওয়া উচিত।
Continues below advertisement
Sponsored Links by Taboola