নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারের মাধ্যমে দেশবাসী ও অনাবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন, তা সকলের জানা। কিন্তু কলমচি শোভা দে মনে করেন, সুষমার এত টুইটারে অ্যাকটিভ থাকা মোটেই ভাল নয়। ব্যস, ওই টুইটার ব্যবহার করেই বিদেশমন্ত্রীকে তিনি উপদেশ দিয়েছেন, টুইট করা ছাড়ুন দেখি, এবার একটু শান্ত হয়ে বসুন।
শোভার এই অযাচিত উপদেশ টুইটার দুনিয়া মোটেই ভালভাবে নেয়নি। তাঁর উদ্দেশে ছুটে আসতে থাকে একের পর এক বিদ্রূপের বাণ।
গত বছরও অলিম্পিক চলাকালীন ভারতীয় ক্রীড়াবিদদের ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের মুখে পড়েছিলেন এই পুরনো কলমচি ও সোশ্যালাইট।