ইটানগর: অরুণাচল প্রদেশে গভীর সঙ্কটে কংগ্রেস। একজন বাদে অন্য দলে যোগ দিয়েছেন সব বিধায়ক! এমনকী, দলত্যাগীদের মধ্যে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু-ও! পরিস্থিতি যা, তাতে সরকার হারানোটা স্রেফ সময়ের অপেক্ষা শতাব্দী-প্রাচীন দলের।
দলের অন্তর্দ্বন্দ্ব সরিয়ে সরকার বাঁচাতে মাত্র দুমাস আগেই এই খাণ্ডুকে রীতিমতো ‘ঢাকঢোল পিটিয়ে’ মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়েছিল কংগ্রেস। সেই খাণ্ডু সহ কংগ্রেসের ৪৩ জন বিধায়ক এদিন পিপলস পার্টি অর অরুণাচল প্রদেশ (পিপিএ)-তে যোগ দেন।
এর ফলে, কংগ্রেস সরকার এখন কার্যত পিপিএ সরকারে পরিণত হয়েছে। একমাত্র যে বিধায়ক কংগ্রেসে থেকে গিয়েছেন, তিনি হলেন নবাম টুকি, যাঁকে প্রসঙ্গক্রমে সরিয়ে খাণ্ডুকে এনেছিল কংগ্রেস!
রাজনৈতিক মহলের মতে, গেরুয়া-শিবিরের সঙ্গে পিপিএ গাঁটছড়া বাঁধবে কি না, তা এখনও স্পষ্ট না হলেও, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৬০ সদস্যের অরুণাচল বিধানসভায় প্রথমে কংগ্রেসের ৪৭ জন বিধায়ক ছিল। কিন্তু, বহু আগেই দুজন বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে, গতকাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ৪৫। বিরোধী বিজেপির ১১ জন বিধায়ক এবং ২ জন নির্দল বিধায়কও রয়েছেন।
উল্লেখ্য, দলের মধ্যে অন্তর্কলহের জেরে গত জানুয়ারি মাসে নবাম টুকির সরকারের পতন হয়। জারি হয় রাষ্ট্রপতি শাসন। এরপর অল্প সময়ের জন্য কালিখো পুলের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ে গত জুলাই মাসে তাঁকে মুখ্যমন্ত্রিত্ব খোয়াতে হয়। গত মাসে আত্মহত্যা করেন পুল।
একযোগে দলত্যাগ মুখ্যমন্ত্রী সহ ৪৪ বিধায়কের! অরুণাচলে ক্ষমতা হারানোর মুখে কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 03:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -