কানপুর:  মহাভারতে দ্রৌপদীকে বাজি রেখেছিলেন  যুধিষ্ঠির । বাজি হেরে স্ত্রীকে হারিয়েছিলেন তিনি। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল উত্তরপ্রদেশের কানপুর জেলার গোবিন্দনগরে। চলতি আইপিএল-এর কোনও এক ম্যাচে নিজের স্ত্রীকে বাজি রেখেছিলেন কানপুরের এক ব্যক্তি। দুর্ভাগ্যবশত বাজি হেরে স্ত্রীকে হারান সেই ব্যক্তি। কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসে যখন জুয়ারি রবীন্দ্র সিংহের লোকজন ওই ব্যক্তির স্ত্রীকে না না ভাবে হেনস্থা শুরু করে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে, ওই ব্যক্তির স্ত্রী জসমিত কৌর স্থানীয় সমাজকর্মীদের সাহায্যে পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়েরও করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মানে ওই মহিলার স্বামী, শেয়ার বাজারে সমস্ত টাকা খুইয়ে ফেলে ছিলেন। সবশেষে আইপিএল জুয়ায় নিজের স্ত্রীকেই বাজি রেখে দেন অভিযুক্ত ব্যক্তি। সেখানেও বাজি হেরে যান তিনি। অভিযুক্ত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের প্রথমদিন থেকেই স্বামীর সঙ্গে মনের মিল ছিল না জসমিতের। জসমিত নিজে একটি বুটিক চালান। তিনি জানিয়েছেন, বিয়ের প্রথম রাতেই তাঁর স্বামী তাঁর থেকে সমস্ত গয়না চেয়ে নেন। এছাড়াও অন্য আরও যে সমস্ত জিনিষ তিনি বাপেরবাড়ি থেকে এনেছিলেন সবই দিয়ে দিতে বাধ্য হন জসমিত। প্রথমে জসমিত জানতেন শেয়ারে টাকা খাটাতেন তাঁর স্বামী।কিন্তু পরে জানতে পারেন তাঁর স্বামী জুয়া খেলেন এবং মাতাল। এই পাঁচ বছরে বাড়ির সমস্ত জিনিষই অভিযুক্ত ব্যক্তি খুইয়েছেন তাঁর জুয়া খেলার নেশায়, জানিয়েছেন জসমিত। শুধু জিনিষ নয়, জসমিত জানিয়েছেন, তাঁদের বাড়িটিও বিক্রি করার পরিকল্পনা ছিল অভিযুক্ত ব্যক্তির।