দুই নাবালিকাকে ধর্ষণ, ৮২ হাজার টাকা জরিমানার বিনিময়ে রেহাই ৭০ বছরের বৃদ্ধকে!
ABP Ananda, web desk | 01 Sep 2016 05:28 AM (IST)
মুজফ্ফরনগর: দুই নাবালিকাকে ধর্ষণ করেও ৮২ হাজার টাকা জরিমানার বিনিময়ে রেহাই দেওয়া হল ৭০ বছরের এক বৃদ্ধকে। বিহারের মুজফ্ফরনগরের একটি সালিশি সভা এই অদ্ভূত সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, গত শনিবার সন্ধেয় ছাগল আনতে মাঠে গিয়েছিল জিবাজোর গ্রামের পাঁচ ও ছয় বছরের দুই নাবালিকা। ৭০ বছরের হরিচন্দর শাহ বিস্কুটের প্যাকেটের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যায়।এরপর দুজনকে ধর্ষণ করে চম্পট দেয় ওই বৃ্দ্ধ। রবিবার পঞ্চায়েত ডাকা হয়। সেখানে ঘটনার কথা চেপে যাওয়ার জন্য ওই দুই নাবালিকার বাবা-মাকে ৮১ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়। কিন্তু নির্যাতিতাদের মা সেই নিদান না মেনে পুলিশের কাছে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলে পুরো ঘটনা প্রকাশ্য আসে। গত বুধবার ওই দুই নাবালিকার মা আউরাই থানায় গিয়ে একটি এফআইআর দায়ের করেন। গত বৃহস্পতিবার দুই নাবালিকার মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় হরিচন্দর, মুখিয়ার স্বামী ও সরপঞ্চের স্বামী এবং গ্রামের এক আইনজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তরা ফেরার বলে পুলিশ জানিয়েছে।