বাগপত (উত্তরপ্রদেশ): দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় চা বিক্রি করতেন বলে দাবি করেন। চা বিক্রেতা হিসেবে তিনি গর্ববোধও করেন। অথচ উত্তরপ্রদেশের বাগপতে একটি স্কুল থেকে এক ছাত্রকে বিতাড়ন করা হল তার বাবা-মা চা বিক্রেতা হওয়ার ‘অপরাধে’।

ওই চা বিক্রেতা জানিয়েছেন, তাঁর ছেলে লর্ড মহাবীর অ্যাকাডেমিতে পড়ত। কিন্তু হঠাৎই তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ বলেন, তাঁরা চা বিক্রেতার ছেলেকে স্কুলে রাখবেন না। তিনি অনেকবার অনুরোধ করেন। কিন্তু স্কুল কোনওভাবেই তাঁর ছেলেকে ফিরিয়ে নিতে রাজি হয়নি।

এই অমানবিক ঘটনা জানাজানি হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসেছে। বাগপতের জেলাশাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ছেলেটি যাতে ফের স্কুলে ভর্তি হতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ওই চা বিক্রেতা অবশ্য জেলা প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না। তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চাইছেন।