অমানবিক! বিহারে মৃতদেহের গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে গেল পুলিশ
ABP Ananda, web desk | 15 Sep 2016 12:22 PM (IST)
বৈশালি: অমানবিক ঘটনা। মৃতদেহের গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে গেলেন বিহারের বৈশালি জেলার এক পুলিশ অফিসার। জানা গেছে, গঙ্গায় ওই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। নদী থেকে মৃতদেহটি তোলার পর গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হল প্রায় এক হাজার মিটার। আর এই ঘটনা ঘটনা ঘটল সেখানে উপস্থিত লোকজনের সামনেই। পুলিশের এই অমানবিক কাজের কেউ প্রতিবাদটুকু করেননি।