ভিডিওতে দেখুন: স্বামী ও শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর বউয়ের
Web Desk, ABP Ananda | 30 Jul 2016 11:09 AM (IST)
নয়াদিল্লি: স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে নৃশংসভাবে মারধর। ছেলের বউয়ের এই নির্লজ্জ কীর্তি পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গুরগাঁও-এর ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে স্বামীকে বেধড়ক মারধর করে ওই মহিলা। এর পরই তার রোষ গিয়ে পড়ে শ্বশুরের ওপর। মারের চোটে চেয়ার থেকে পড়ে যান ওই ব্যক্তি। বৌমার পা ধরলেও রেহাই মেলেনি। ওই পরিস্থিতি দেখে বাড়ির ভিতর ঢুকে পড়ার চেষ্টা করেন ওই মহিলার শাশুড়ি। সেখানেও নিস্তার নেই। পিছন পিছন সেখানে গিয়ে তাঁর ওপরও চড়াও হয় দজ্জাল বৌমা। যদিও কী কারণে এই হিংস্রতা তা জানা যায়নি। ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিওতে দেখুন: