বরাবাঁকি: না খেতে পেয়ে মৃত্যু! এমনই মর্মান্তিক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায়। পরিবারের অভিযোগ, বারো দিন অনাহারে ছিলেন ওই ব্যক্তি। এই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও প্রশাসন অনাহারে মৃত্যুর অভিযোগ খারিজ করতে তত্পর হয়ে উঠেছে।
বরাবাঁকির পক্রিহা গ্রামের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজ্যনীতিতে উত্তাপ ছড়িয়েছে। আগামী বছরেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। এর আগে এই ঘটনায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।


মৃতের নাম শ্রীকান্ত। তিনি ভিক্ষে করতেন। অসুস্থতার জন্য তিনি কিছুদিন বাড়ির বাইরে বেরোতে পারেননি। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১২ দিন বাড়িতে কোনও খাদ্য ছিল না। না খেতে পেয়েই শ্রীকান্ত মারা গিয়েছেন।
যদিও প্রশাসনের দাবি, অসুস্থতার কারনেই মৃত্যু হয়েছে শ্রীকান্তর।
গত ১২ দিন বাড়িতে একদানা খাবার না থাকলেও তাঁর মৃত্যুর পর গ্রাম প্রধান খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।