নয়াদিল্লি: রাজস্থানে এক ১৪ বছর বয়সি কিশোরীকে অপহরণ করে টানা ১০ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ মাসের ৮ তারিখ আজমেঢ় জেলার রূপনগরের কালাদোরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। দেবারাম গুর্জর (৩৩) নামে ওই ব্যক্তিই তাঁর মেয়েকে অপহরণ করেছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই দেবারামের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের জেরায় দেবারাম স্বীকার করেছে, সে মেয়েটিকে নিয়ে মহারাষ্ট্রে গিয়েছিল। সেখানে কয়েকদিন কাটানোর পর রূপনগরে ফিরে আসে এবং মেয়েটিকে ধর্ষণ করে।