WATCH FULL VIDEO HERE/ Courtesy: ThantiTV
মৃত মেয়েটি কোয়েমবত্তুরের কোভাই কলাইমগল কলেজের বিবিএ-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। নাম এন.লোগেশ্বরী। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ কলেজে চলছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণ। মেয়েটিকে তিনতলার কার্নিশের ওপর বসে থাকতে দেখা যায়। সেখান থেকে প্রশিক্ষক অরুমুগান তাঁকে নীচে ঝাঁপ দেওয়ার জন্যে একাধিকবার নির্দেশ দেন। তিরিশ ফুট নীচে তখন জাল নিয়ে অপেক্ষা করছিলেন অন্যরা। মেয়েটি যদিও ভয় পাচ্ছিলেন। তাঁকে আশ্বস্ত করছিলেন প্রশিক্ষক। তারপরই মেয়েটিকে ধাক্কা দেন অধৈর্য্য প্রশিক্ষক। চোখের নিমেষে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। নীচে পড়ার সময় মেয়েটির মাথা ঠুকে যায় দোতলার কার্নিশে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটি ভয় পেয়ে নীচে ঝাঁপ দিতে চাইছিলেন না। সেই সময় অধৈর্য্য হয়ে প্রশিক্ষক তাঁকে নীচে ধাক্কা মারেন। তার জেরেই ঘটে যায় এই দুর্ঘটনা। দোতলার সানশেডে ধাক্কা খায় মেয়েটির মাথা। তার ফলে মেয়েটি নীচে থাকা জালের বদলে, পড়ে মেঝেতে। মেয়েটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ওই প্রশিক্ষককেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।