অমৃতসর:  সোমবার প্রকাশ্য রাস্তায় হিন্দু সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয় অমৃতসরে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ভিডিওটি। ঘটনাটি ঘটেছে অমৃতসর-বাতালা রোডে ভারতনগর এলাকায়। ভিডিও থেকে চার অজ্ঞাতপরিচয়ের হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তাদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

হিন্দু সংঘর্ষ সেনার জেলা প্রধান বিপান শর্মা ভারতনগরে ঘটনার সময় এক বন্ধুর সঙ্গে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেইসময়ই আচমকা চার ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ৪৫ বছর বয়সি ওই হিন্দু সংগঠনের নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়ে। পুলিশ সূত্রে খবর, প্রায় ডজনখানেক গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ওই নেতার দেহ।





আজ ওই হিন্দু সংগঠনের তরফে অমৃতসরে বনধ ডাকা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর আরএসএস নেতা রবীন্দ্র গোসাইনকে হত্যার ১৫ দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল প্রকাশ্য রাস্তায়। মোটর সাইকেলে করে মুখ ঢেকে এসেছিল ওই চার হামলাকারী। চারজনের মধ্যে দুজনের মাথায় পাগড়ি ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পরই হিন্দু সংগঠনের ওই নেতাকে এসকর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা পরীক্ষা করে দেখে জানায়, মৃত্যু হয়েছে ওই নেতার।
অমৃতসরের পুলিশ কমিশনার এস.এস.শ্রীবাস্তব জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে ঠিক কতগুলো গুলি নেতাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের মনে হয়েছে ১২টির মতো গুলি তাঁকে লক্ষ্য করে ছোঁড়ে হামলাকারীরা। তদন্তে নেমে এই হত্যার নেপথ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তি পেশায় কেবল অপারেটর ছিলেন।