দেখুন চাঞ্চল্যকর ভিডিও, হোমওয়ার্ক না করায় বালককে নির্দয়ভাবে মার শিক্ষকের
Web Desk, ABP Ananda | 03 Sep 2016 11:49 AM (IST)
নয়াদিল্লি: স্কুলে হোমওয়ার্ক করে আসেনি ১০ বছর বয়সি এক ছাত্র। এজন্য তাকে নির্দয়ভাবে চড়, লাথি মারলেন শিক্ষক। সিসিটিভি ফুটেজে ওই শিক্ষকের বর্বরতার ছবি ধরা পড়েছে। তাঁর বেধড়ক মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই ছাত্র। আতঙ্কিত ছাত্রটির পরিবারের লোকজন পুলিশে অভিযোগ দায়ের করার পর গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গোন্ডা জেলার একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। ক্লাসে অন্য ছাত্রদের সামনেই ওই শিশুটিকে বেশ কিছুক্ষণ ধরে মারেন সংশ্লিষ্ট শিক্ষক। দেখুন সেই ভিডিও