নয়াদিল্লি: সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে আম আদমি পার্টি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


আম আদমি সেনা-র লোক বলে দাবি করে বেদ প্রকাশ নামে এক যুবক আপ সুপ্রিমো কেজরীবালের সভায় ঢোকেন। আগামী ১৫ এপ্রিল থেকে ফের দিল্লিতে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার জোড়-বিজোড় স্কিম। সে ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কেজরীবাল। সেইসময় সটান উঠে গিয়ে কেজরীবালকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে সে। কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সামনে থাকা লোকজনের তত্পরতায় জুতো কেজরীবালের গায়ে লাগেনি।



২৬-২৭ বথর বয়সী অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাচক্রে আম আদমি সেনার হলেও কেজরীবালের আপ-এরই একটি দলছুট গোষ্ঠীর সদস্য সে।

প্রথম দফার পরীক্ষা সফল হওয়ার পর আগামী সপ্তাহ থেকে ফের দিল্লিতে শুরু হতে চলেছে জোড়-বিজোড় সংখ্যার গাড়ি চালচল। শনিবার বিকেল চারটে নাগাদ মিডিয়া সেন্টারে তা নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন অরবিন্দ কেজরীবাল। সিএনজি স্টিকার দুর্নীতির অভিযোগ তুলে সেখানেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন বেদ প্রকাশ শর্মা।

যুবকের দাবি, তিনি আম আদমি ভেঙে তৈরি হওয়া আম আদমি সেনার সাধারণ সম্পাদক।

এর আগেও অবশ্য এধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে কেজরিওয়ালকে।

এবছরই ১৬ জানুয়ারি দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছোড়েন ভাবনা অরোরা নামে এক মহিলা।