উত্তরপ্রদেশে রোড শো-এ রাহুল গাঁধীকে নিশানা করে জুতো, আটক যুবক
Web Desk, ABP Ananda | 26 Sep 2016 03:25 PM (IST)
সীতাপুর (উত্তরপ্রদেশ): রাহুল গাঁধীকে নিশানা করে উড়ে এল জুতো। কংগ্রেস সহ সভাপতি সোমবার সীতাপুরের ট্রান্সপোর্ট ক্রসিং থেকে রোড শো শুরু করেন। সেখানেই আচমকা এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন। যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। হরিওম শর্মা নামে রাহুলকে তাক করে জুতো ছুঁড়ে মারা লোকটিকে সঙ্গে সঙ্গে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই যুবককে বলতে শোনা গিয়েছে, রোড শো অর্থহীন, এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। প্রাথমিক ভাবে হরিওমের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একটি সূত্রে জানা গিয়েছে, হরিওম এক স্থানীয় সাংবাদিক। পরে জানা যায়, তাঁর দাবি, রাহুল উরির শহিদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে রোড শো করছেন। এটাই তাঁর ক্ষোভের কারণ। নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। হরিওমের দাবি, কংগ্রেস গত ৬০ বছরে দেশ শাসন করে দেশের চরম ক্ষতি করেছে। আমি সাংবাদিকতা করেছি বলে জানি। ক্ষমতায় থাকাকালে কী করছিল ওরা!