এর আগেও কেজরীবালের দিকে জুতো ছোঁড়া হয়েছিল। গত বছরের ১০ এপ্রিল বেদ প্রকাশ নামে আম আদমি সেনার এক সদস্য সাংবাদিক সম্মেলন চলাকালীন কেজরীবালের দিকে জুতো ছুঁড়েছিলেন। সেবারও অবশ্য তাঁর গায়ে লাগেনি জুতো।
এদিনের ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘মোদী একজন কাপুরুষ। তাঁর একজন সমর্থক আমার দিকে জুতো ছুঁড়েছেন। আমরাও এটা করতে পারি। কিন্তু আমাদের মূল্যবোধ বাধা হয়ে দাঁড়ায়। সিবিআই হানা বা জুতো ছোঁড়া হলেও আমি নোট বাতিল এবং সহারা-বিড়লা ঘুষকাণ্ডের সত্য প্রকাশ করব।’
নোট বাতিলের বিরুদ্ধে প্রথম থেকেই সরব কেজরীবাল। তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘মোদী ৫০ দিন চেয়েছিলেন। কিন্তু মানুষের দুর্ভোগ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।’
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে সিবিআই-এর এফআইআর দায়ের করা নিয়েও মোদীকে আক্রমণ করেছেন কেজরীবাল। সহারা-বিড়লার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার অভিযোগের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।