হায়দরাবাদ: এদেশে বেআইনি বসবাসকারী বাংলাদেশী ও রোহিঙ্গারা ভদ্রলোকের মতো নিজেদের দেশে না ফিরে গেলে তাদের গুলি করা উচিত। এমনই বিতর্কিত মন্তব্য করলেন তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ লোধ।

অসমে বেআইনি অনুপ্রবেশকারী শনাক্ত করতে সু্প্রিম কোর্টের নির্দেশে তৈরি জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় ৪০ লক্ষের বেশি লোকের নাম বৈধ নাগরিক তালিকা থেকে বাদ পড়ায় আলোড়ন চলছে জাতীয় স্তরে। তার মধ্যেই বিজেপি বিধায়কের মত, এই লোকগুলো অর্থাত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গারা ভাল ছেলের মতো ফিরে না গেলে ওরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই ওদের বোঝানো দরকার। ওদের গুলি করা উচিত। একমাত্র তবেই ভারত নিরাপদ থাকবে।
সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এমন বিস্ফোরক কথা বলেছেন হায়দরাবাদের ঘোসামালের বিধায়ক। এ ধরনের বেআইনি বাসিন্দাদের অন্য দেশ থেকে ‘গুলি করে তাড়িয়ে বের করে দেওয়া হয়’ বলেও সওয়াল করেন তিনি।

বিজেপি বিধায়ক আরও বলেন, ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সমর্থন করে, সেসময় প্রচুর সংখ্যায় বাংলাদেশিরা অসমে ‘অনুপ্রবেশ করে’।সেখানে এ ধরনের ৪০ লক্ষ বেআইনি ভাবে ঢুকে পড়া লোক বসবাস করছে। এরা ‘ভারতকে ধ্বংস করার চক্রান্তের’ অঙ্গ হিসাবে অসমে পাকাপাকি বসবাস করছে, ওদের বাংলাদেশে ফেরত পাঠানো সরকারের দায়িত্ব বলেও অভিমত জানান লোধ।

আরও একটি পোস্টে তিনি বলেন, ভারতে অবৈধ ভাবে বসবাসকারী সব মুসলিমকেও ভারতের নিরাপত্তার স্বার্থে তাদের যার যার দেশে ফেরত পাঠানো উচিত, ওরা নিজে থেকে চলে না গেলে ওদেরও বন্দুকের মুখে বাধ্য করতে হবে।
নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে থাকা লোধ সম্প্রতি বলেন, যারা ইফতার পার্টি দেয়, তারা ভোটের ভিখারী! এ ধরনের মন্তব্যের জন্য একাধিকবার তাঁকে অভিযুক্ত করেছে হায়দরাবাদ পুলিশ।