শ্রীনগর: কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম হল ২ জঙ্গি। এক জওয়ান সংঘর্ষে আহত হয়েছেন।
তবে ২ জঙ্গির দেহ উদ্ধার হলেও একজনকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
তৃতীয় জঙ্গি স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে পড়েছে, সেখান থেকে গুলি চালাচ্ছে সে।
গতকাল রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের ওয়ানপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ শুরু হয়। বাতমুরান এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়ে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস ও এসওজির যৌথ বাহিনী ওই এলাকা পুরো ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। জঙ্গিরা বাহিনীর ওপর গুলি চালালে শুরু হয় এনকাউন্টার।
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, খতম ২ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 08:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -