পুলওয়ামা: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গি আক্রমণ। এবার জঙ্গিদের নজরে আম আদমি। বুধবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে মেহরাজুদ্দিন নামের এক দোকনদারকে গুলি করে খুন করে জঙ্গিরা। সূত্রের খবর, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের একশো দিনের মাথায় দোকানদারের ওপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলিবিদ্ধ মেহরাজুদ্দিনের।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই উপত্যকায় খুন হয়েছিল বাংলার পাঁচ শ্রমিক। আপেল ক্ষেতের ওই শ্রমিকদের ওপর জঙ্গিরা হামলায় চালায় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুন হল এক দোকানদার।