নয়াদিল্লি: সন্ত্রাসবাদ, কালো টাকার বিরুদ্ধে চলতি যজ্ঞে সর্বান্তকরণে সামিল জনগণকে স্যালুট করি। বললেন নরেন্দ্র মোদী। নোট বাতিলের জেরে দেশবাসীর চরম দুর্ভোগ হচ্ছে, কিন্তু সেদিকে কোনও খেয়ালই নেই কেন্দ্রের সরকারের, বিরোধী শিবিরের এহেন সমালোচনা, আক্রমণের মুখে এবার ট্যুইটারে এ কথা বললেন প্রধানমন্ত্রী।
>সেখানেও আগের মতোই নগদ টাকার ব্যবহার ছাড়ার কথা বলেছেন তিনি। নগদের বদলে কার্ডভিত্তিক আর্থিক লেনদেনের পক্ষে জোর সওয়াল করে তিনি ট্যুইটারে দাবি করেছেন, দুর্ভোগ হচ্ছে বটে, তবে তা সাময়িক। এর ফলে দীর্ঘমেয়াদি সুফলের রাস্তাই প্রশস্ত হচ্ছে। কৃষক, শ্রমিক-কর্মী, ব্য়বসায়ীদের নোট বাতিলের ফলে লাভই হবে বলে জানিয়েছেন মোদী।
বলেছেন, এরাই আমাদের দেশের আর্থিক ব্যবস্থার মেরুদণ্ড। দুর্নীতি, কালো টাকার জন্য গ্রাম ভারতের ক্ষতি মেনে নেওয়াা যায় না। গ্রামগুলির অবশ্য়ই প্রাপ্য পাওয়া উচিত।
একগুচ্ছ ট্যুইট করে তিনি নোট বাতিলের ফল ইতিবাচক হবে বলে দাবি করে বলেছেন, আরও বেশি করে নগদহীন লেনদেনে অভ্যস্ত হওয়ার, একেবারে সাম্প্রতিক প্রযুক্তিকে আর্থিক প্রক্রিয়ায় সংযুক্ত করার ঐতিহাসিক সুযোগ এসেছে দেশের সামনে। একইসঙ্গে তিনি বলেন, একজোট হয়ে আমাদের সুনিশ্চিত করতে হবে যে, ভারত কালো টাকাকে পরাজিত করবে। এতে গরিব, নয়া মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির ক্ষমতা বাড়বে, আগামী প্রজন্মের উপকার হবে।