মেয়েদের নাচের আসরে, সাসপেন্ড এসআই
Web Desk, ABP Ananda | 08 Jul 2016 12:49 PM (IST)
সীতাপুর: রীতিমতো মোচ্ছবের পরিবেশ। মেয়েরা নাচাগানা করছে... উদ্দাম আনন্দে শূন্যে গুলি ছুঁড়ছে কিছু লোক। আর সেই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে পুলিশের সাব ইন্সপেক্টরকে! আনন্দে মত্ত সীতারাম স্বর্ণকার নামে ওই এসআইকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের এক আধিকারিক সৌমিত্র যাদব জানিয়েছেন, সীতারাম স্বর্ণকার রামপুর কালা থানায় পোস্টিং ছিল। ওই থানার অন্তর্গত ভগবন্তপুর রেওয়ালি গ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে তোলা ভিডিওতে দুই ব্যক্তির সঙ্গে তাকে দেখা গিয়েছে। আনন্দে মত্ত হয়ে গুলি ছুঁড়ছিল তারা। ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি লাইসেন্স বন্দুক ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।