কর্তব্যপালনের ‘খেসারত’! বদলি মধ্যপ্রদেশে মহিলা এস আই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2017 01:27 PM (IST)
জব্বলপুর: মধ্যপ্রদেশের জব্বলপুরে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর ঊষা সোমবংশী। তাঁকে এবার বদলি করে দেওয়া হল। শুধু তাই নয়, তাঁর পদমর্যাদাও হ্রাস করা হয়েছে বলে খবর। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জব্বলপুরের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে ওই মহিলা সাবইন্সপেক্টরকে ট্রাফিক আইন ভেঙে গাড়ির কাঁচে ব্ল্যাক ফিল্ম খুলে ফেলতে দেখা গিয়েছে। ওই গাড়ির সওয়ারি কয়েকজন যুবক আইন মানার বদলে পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গিয়েছে। কিন্তু কর্তব্যপালনের জন্য ‘খেসারত’ দিতে হল ঊষাকে।