মোদী প্রকৃত হিন্দুই নন! কটাক্ষ সিবালের, পাল্টা সনিয়াকে খোঁচা বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2017 08:56 PM (IST)
নয়াদিল্লি: গতকাল সোমনাথ মন্দির সফরের সময় রাহুল গাঁধীর নাম কেন অ-হিন্দু দর্শনার্থীদের রেজিস্টারে ছিল, তা নিয়ে প্রবল শোরগোলের পরদিন নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেসের। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেসের প্রথম সারির নেতা কপিল সিবলের মন্তব্য, উনি প্রকৃত হিন্দু নন! হিন্দু ধর্ম ত্যাগ করে উনি হিন্দুত্বকে আপন করেছেন বলে অভিযোগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
মোদীকে নিশানা করে তিনি আজ বলেন, প্রধানমন্ত্রী কতবার মন্দিরে যান, প্রশ্ন করতে চাই। যিনি হিন্দু ধর্মের সেন্টিমেন্টকে সম্মান করেন, তিনি মন্দিরকে শ্রদ্ধা করেন। আপনি হিন্দু ধর্ম ছেড়ে হিন্দুত্বকে আলিঙ্গন করেছেন, যার সঙ্গে কোনও সম্পর্ক নেই হিন্দু ধর্মের। আপনি আসলে হিন্দুই নন।
তবে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের মুখপাত্র জিভিএল নরসিমা রাও মানুষ জানে কে রামভক্ত, আরে কে-ই বা রোম-ভক্ত! সরাসরি নাম না করলেও তাঁর ইঙ্গিত ছিল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জন্মসূত্রে ইতালিয় পরিচিতিকে। রাও বলেন, কংগ্রেস সরকার তো ২০০৭ সালে সুপ্রিম কোর্টে ভগবান রামের অস্তিত্বই নেই বলে জানিয়েছিল। অযোধ্যায় হিন্দু মন্দির চায় না বলে ওদের 'বাবর কি ভক্তি' ! এমন কটাক্ষও করেন তিনি। কংগ্রেস হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছে, এই অভিযোগও করেন তিনি। সিবলকে কাঠগড়ায় তুলে আরেক বিজেপি মুখপাত্র নলিন কোহলি বলেন, টুজি কেলেঙ্কারিতে ওনার 'কোনও লোকসানই হয়নি', এই বিখ্যাত তত্ত্ব সুপ্রিম কোর্ট খারিজ করে লাইসেন্স বাতিল করে দিয়েছিল। তিনি আবার এক অসার তত্ত্ব খাড়া করেছেন যে, মোদী সত্যিকারের হিন্দু নন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -