বেঙ্গালুরু: কর্ণাটকে ‘নব কর্ণাটক নির্মাণ পরিবর্তন যাত্রা’-র সূচনা করে কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর কটাক্ষ, সিদ্দারামাইয়া সরকার দুর্নীতির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অমিতের দাবি, এই যাত্রার মাধ্যমে সিদ্দারামাইয়া সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে। রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।


কর্ণাটক সরকার কেন্দ্রের বরাদ্দ অর্থ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন অমিত। টিপু সুলতান জয়ন্তী পালন করা নিয়েও সিদ্দারামাইয়া সরকারকে তোপ দেগেছেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, কন্নড় রাজ্যোৎসব জাঁকজমক করে পালনের বদলে রাজ্য সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য ১০ নভেম্বর টিপু জয়ন্তী পালন করতে বেশি আগ্রহী।

বেঙ্গালুরু থেকে যে ‘নব কর্ণাটক নির্মাণ পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি, সেটি ৭৫ দিন ধরে চলবে বলে জানা গিয়েছে। রাজ্যজুড়ে ২২৪টি বিধানসভা কেন্দ্রে যাবে এই যাত্রা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো প্রথমসারির নেতারা এই যাত্রায় যোগ দেবেন বলে বিজেপি সূত্রে খবর। আগামী বছরের ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে শেষ হবে এই যাত্রা। সেদিন জনসভায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।