চেন্নাই: এআইএডিএমকে প্রধান ভিকে শশীকলার বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ দিয়ে জেলে বহাল তবিয়তে থাকার অভিযোগের উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি ট্যুইট করে বলেছেন, ‘বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে বেআইনি কার্যকলাপের অভিযোগকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করছি, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারও বিরুদ্ধে অন্যায় কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’


গতকাল ডিজিপি (কারা) এইচ এস সত্যনারায়ণ রাওকে দেওয়া এক রিপোর্টে ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল (কারা) ডি রূপা বলেছেন, ‘জেলের আইন ভঙ্গ করে শশীকলার জন্য এক বিশেষ রান্নাঘর তৈরি করা হয়েছে। গুজব শোনা যাচ্ছে, আপনার গোচরে বিষয়টি আনার পরেও রান্নাঘরটি চলছে। এর জন্য শশীকলা ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই অভিযোগ আপনার বিরুদ্ধেই। তাই আমার অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে দোষী আধিকারিকদের বিরুদ্ধে ক্ষমাহীন অবস্থান নিন।’

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় এ বছরের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড হয় শশীকলা ও তাঁর দুই আত্মীয় ভি এন সুধাকরণ ও এলাভারাসির। তবে জেলে শশীকলারা যথেষ্ট আরামে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু শশীকলাই নয়, বহু কোটি টাকার স্ট্যাম্প কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত আব্দুল করিম তেলগিও জেলে বহাল তবিয়তে আছে বলে খবর।

সত্যনারায়ণ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রূপার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জেলে কাউকেই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না। তিনি রূপার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। পাল্টা রূপা বলেছেন, প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত কমিটি গড়া হোক। তাহলেই সত্য প্রকাশিত হবে।