নয়াদিল্লি:  পেটা বা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস-এর তরফে এক বিবৃতি দিয়ে আজ জানানো হল, বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তাঁরা আরও দাবি করে, অভিনেতা পশুদের ওপর হামলাকারীদের কঠিন শাস্তির দাবিও তুলেছেন। তিনি বলেছেন, পশুদের ওপর নির্মম ভাবে যাঁরা অত্যাচার করেন, বর্তমান আইন অনুযায়ী, তাঁদের মাত্র ৫০ টাকা জরিমানা করা হয়। সিদ্ধার্থ মালহোত্রার কথায়, হাতের মধ্যে সামান্য একটা চড় মারা, আর এই জরিমানা সমান। পশুদের ওপর যাঁরা অত্যাচার করেন, তাঁরা অন্য মানুষকেও আঘাত করতে পারেন, তাঁদের আরও কঠিন শাস্তি প্রাপ্য।

 

সিদ্ধার্থের মতে, শাস্তির পরিমাণ এতটাই সামান্য যে সেইজন্যে প্রতিদিন খবরের কাগজে দেখা যায় কুকুরকে বিষ খাইয়ে মারা, গরুকে অ্যাসিড দিয়ে পোড়ানো বা পিটিয়ে বিড়ালকে মেরে ফেলার মতো ঘটনা হামেশাই ঘটে চলেছে। তাই বলিউড অভিনেতা মনে করেন হাজতবাসের সঙ্গে বড় অঙ্কের জরিমানা করা উচিত পশুদের যাঁরা আক্রমণ করে তাঁদের।

তবে সিদ্ধার্থ ছাড়াও এই ইস্যুতে আগে যেসমস্ত বলি তারকারা সওয়াল করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন জন অ্যাব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন কপূর, সোনাক্ষী সিংহ, রবিনা টন্ডন থাডানি, কিরণ বেদী, বিরাট কোহলি, শিখর ধবন এবং অজিঙ্কা রাহানে।