পঞ্জাবে ‘ভোট বিভাজন’ রুখতে নতুন দল গড়ছেন না সিধু
web desk, ABP Ananda | 21 Sep 2016 10:02 PM (IST)
চন্ডীগড়: ‘আওয়াজ-ই-পঞ্জাব’ নামে মঞ্চ তৈরির কয়েকদিন বাদেই নতুন দল গড়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়ে দিলেন নভজ্যোত সিংহ সিধু। পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়তে তিনি নতুন দল খুলছেন না, বলেছেন সদ্য বিজেপি ত্যাগী প্রাক্তন সাংসদ। তাঁর বক্তব্য, প্রতিষ্ঠান-বিরোধী ভোটে ভাঙন চান না, তাই নতুন দল গড়ায় রাস্তায় হাঁটছেন না। একইসঙ্গে জানিয়েছেন, বিধানসভা ভোটের প্রস্তুতির সময় পাওয়া যাবে খুবই কম। সে কথা মাথায় রেখে নতুন দল তৈরির বিরোধী তাঁরা। তবে পঞ্জাবের উন্নয়নের স্বার্থে ‘জোটে’র দরজাও খোলা রাখছেন। সিধুর কথায়, এই মঞ্চ পঞ্জাবের মঙ্গলে যে কোনও জোটকে স্বাগত জানাবে, নিজেরা রাজনৈতিক দল হিসাবে সামনে আসবে না। পঞ্জাব, পঞ্জাবিয়ত, প্রতিটি পঞ্জাববাসীর জয় হোক। এক বিবৃতিতে তাঁদের মঞ্চ বিরোধী ভোটে ফাটল ধরাবে না বলে জানান সিধু। তাঁর কথায়, ভবিষ্যত্ কী হবে, সেটা সবচেয়ে ভাল বলতে পারে অতীতই। একটা নতুন দলকে ভোটে জিততে গেলে অন্তত দুটো বছর সময় লাগে। এই অসাধ্য সাধনে তিন মাস একেবারেই যথেষ্ট নয়। তিনি বলেন, পঞ্জাবের ভাসমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক ভেবেছি। সবদিক বিচার করে উপসংহার এটাই যে, পঞ্জাবের মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়, বরং পঞ্জাবের স্বার্থে তাঁদের যাতে ভোট দেওয়ার সময় বাছবিচার করতে সুবিধা হয়, সেটাই করব। আমরা ভোট বিভাজন ঘটাব না, যাতে পরোক্ষে গত ১৫ বছর ধরে পঞ্জাব লুটে নেওয়া বাদল-অমরিন্দর আঁতাত ফায়দা তুলতে পারে। সেটা করলে তো পঞ্জাবের ভালর জন্য বদল আনার মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। প্রসঙ্গত, এমএলএ পরগত সিংহ, লুধিয়ানার দুই বিধায়ক সিমরণজিত্ ও বলবিন্দর বাইনসকে সঙ্গে নিয়ে সম্প্রতি ‘আওয়াজ-ই-পঞ্জাব’ গড়েন সিধু। তার আগে জল্পনা ছিল, বিজেপি ছেড়ে তিনি অরবিন্দ কেজরীবালের আমআদমি পার্টি (আপ)-তে যোগ দেবেন। কিন্তু তিনি নিজেই কেজরীবালের তীব্র সমালোচনা করার পর সেই জল্পনা ভেস্তে যায়।