নয়াদিল্লি: সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। গত নভেম্বরেই সিধুর স্ত্রী নভজোত কউর কংগ্রেসে যোগ দিয়েছেন। তখন থেকেই জল্পনা ছিল যে, প্রাক্তন এই বিজেপি সাংসদও কংগ্রেসে যোগ দিতে পারেন। অবশেষে পঞ্জাবে ভোটের আগে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকের পর সিধুর দলে যোগদানের বিষয়টিতে সিলমোহর পড়ল।


কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সিধুর দলে যোগদানকে স্বাগত জানিয়েছেন। এই প্রসঙ্গে সুরজেওয়ালা সমমনোভাবাপন্নদের এক মঞ্চে নিয়ে আসার যে উদ্যোগ রাহুল গাঁধী নিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন।

সিধুর যোগদানে শুধু পঞ্জাবেই নয়, সারা দেশেই দল শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র।

উল্লেখ্য, বিজেপি ছাড়ার পর তাঁর স্ত্রী ও অকালি দলের প্রাক্তন বিধায়ক পারগত সিংহ কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

এর আগে জল্পনা ছিল যে, সিধু দম্পতি আম আদমি পার্টিতে যোগ দিতে পারে। কিন্তু কেজরীবালের দলের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় তাঁরা কংগ্রেসে যোগ দিলেন। সূত্রের খবর, অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সিধু।