রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা, বিজেপি ছেড়ে আপে যোগ দিচ্ছেন সিধু?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2016 11:37 AM (IST)
নয়াদিল্লি: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিংহ সিধু। রাজনৈতিক মহলের অনুমান, এটা তাঁর বিজেপি ছাড়ারই পূর্বাভাস। সূত্রের খবর, তিনি আম আদমি পার্টি (আপ)-তে যোগ দিচ্ছেন। আপ আগামী বছরের পঞ্জাব বিধানসভা নির্বাচন সামনে রেখে জোর প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। ৫২ বছরের সিধু ক্রিকেট ধারাভাষ্য, নানা শো-য়ে সূত্রে টিভি-র জনপ্রিয় মুখ। আপ ও সিধুর ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রাক্তন টেস্ট ক্রিকেটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করতে পারে অরবিন্দ কেজরিবালের দল। বিজেপি ছেড়ে আপে যোগদানের ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেও। এমপি পদ থেকে পদত্যাগের কাগজপত্র পেশ করে সিধু বলেছেন, পঞ্জাবের মানুষ পরিবর্তন চাইছেন! ১০ বছর ধরে অমৃতসর কেন্দ্রের নির্বাচিত বিজেপি এমপি সিধুর সঙ্গে দলের সম্পর্ক খারাপ হতে শুরু করে ২০১৪-র সাধারণ নির্বাচনের আগে। অমৃতসর থেকে বিজেপি অরুণ জেটলিকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে সিধুকে সরে যেতে বলে। যদিও ভোটে জেটলি হেরে যান। সেই ‘অপমান’-এ ভিতরে ভিতরে ‘চরম অসন্তুষ্ট’ সিধু অন্য রাস্তা দেখার কথা ভাবতে থাকেন। আজকের সিদ্ধান্ত তারই ফল। পঞ্জাবে বিজেপি-অকালি দলের জোট সরকারে পরিষদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। স্বামীর পথে হেঁটে তিনিও পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছেন। ফেসবুকে তিনি আগেই ইস্তফার ঘোষণা করে ফেলেছিলেন। যদিও পরে তা প্রত্যাহার করেন।