চণ্ডিগড়: পঞ্জাব সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন, এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন নভজ্যোৎ সিংহ সিধু। সোমবার ট্যুইট করে সিধু জানিয়ে দেন, “আমি আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছি, তাঁর সরকারি বাসভবনেই তা পাঠিয়ে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০১৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন নভজ্যোৎ সিংহ সিধু। তারপর কংগ্রেস সেখানে ক্ষমতায় আসার পর সিধুকে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়। সিধুর হাতে দেওয়া হয় রাজ্যের ভ্রমণ ও সংস্কৃতি দফতরের দায়িত্ব। চলতি বছরের জুন মাসে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সিধুর হাত থেকে ওই মন্ত্রকের দায়িত্ব কেড়ে নিয়ে বিদ্যুৎ দফতরের দায়িত্ব দেন। এই রদবদলের কারণ হিসেবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী সিধুর ‘অকর্মণ্যতাকেই’ ঢাল করেন। সাফাই দেওয়া হয়, সিধু সঠিকভাবে দফতর পরিচালনা করতে পারেননি বলেই ২০১৯ লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে দলের ফল খারাপ হয়েছে। যা মানতে নারাজ সিধু। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত তোপ দেগে বসেন এই নেতা। তাঁর দাবি, তিনি বরাবরই একজন পারফর্মার, এখানেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
মন্ত্রিসভার রদবদলের পর, তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও দলের সম্পাদিকা প্রিয়ঙ্কা গাঁধী বঢড়ার সঙ্গেও দেখা করেন তিনি। ৯ জুন সেই সাক্ষাতের পর ১০ তারিখ রাহুলকে একটি চিঠিও লেখেন তিনি। সেখানে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার কথা জানান সিধু। সেই চিঠির একটি সফট কপি ট্যুইটারে পোস্টও করেন তিনি। এই ঘটনার একমাস পরই সত্যি সত্যিই পঞ্জাব সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন নভজ্যোৎ সিংহ সিধু।