জানা গিয়েছে, সিধু এবং তাঁর স্ত্রী নভজ্যোত কৌর দুজনেই আগামী মাসে যোগ দিতে পারেন আপ-এ। পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপের টিকিটও পেতে পারেন তিনি। যদিও সম্প্রতি কৌর জানিয়েছেন, তিনি এখনও বিজেপির সঙ্গেই রয়েছেন।
প্রসঙ্গত, শোনা যাচ্ছিল, পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভবনা থাকতে পারে সিধুর। কিন্তু আপ শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, তা সম্ভবত হচ্ছেন না তিনি। জানা গিয়েছে, এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি আপ। সিধুর আপ-এ যোগ দেওয়া এবং পার্টির হয়ে প্রচার পঞ্জাবে আকালি সরকারকে চাপে ফেলবে বলেই মনে করছে দল। উল্লেখ্য, এমাসের শেষেই পঞ্ডাব নির্বাচনের ৩০ জন প্রার্থীর নাম প্রকাশ করবে আপ।
উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা নভজ্যোত সিংহ সিধু। তাঁর স্ত্রী নভজ্যোত কৌর সিধুও জানিয়েছেন, বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন তাঁর স্বামী।