নয়াদিল্লি: ব্যস্ত রেলস্টেশনে সবার চোখের সামনে গায়ে আগুন দিলেন এক শিখ তরুণ। তাঁকে দাউদাউ করে জ্বলতে দেখেও সাহায্য করার জন্য এগিয়ে এলেন না জিআরপি কর্মী বা সাধারণ যাত্রীরা। উল্টে তাঁরা মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও করতেই ব্যস্ত থাকলেন। ১০ মিনিট ধরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই অজ্ঞাতপরিচয় তরুণের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির শকুরবস্তি রেলস্টেশনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেল থেকে উদ্দেশ্যহীনভাবে রেল লাইনে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল ওই তরুণকে। সন্ধে ৬টা নাগাদ হঠাৎ তিনি ব্যাগ থেকে কেরোসিন বার করে গায়ে ঢেলে দেশলাই জ্বালিয়ে দেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যাত্রীরা জিআরপি-তে খবর দেন। কিন্তু কেউই সাহায্য করেননি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই তরুণের মৃত্যু হয়।

এখানেই শেষ নয়, মর্মান্তিক মৃত্যুর পরেও ওই যুবকের দেহ নিয়ে দিল্লি পুলিশ ও জিআরপি-র টানাপোড়েন চলতে থাকে। ফলে তিন ঘণ্টা স্টেশনেই পড়ে থাকে দগ্ধ দেহ। ডিসিপি (উত্তর-পশ্চিম) আসলাম খান দাবি করেন, যেহেতু রেলস্টেশনের মধ্যে এই ঘটনা ঘটেছে, জিআরপি-কে এই ঘটনার দায় নিতে হবে। অন্যদিকে, ডিসিপি রেল পারভেজ আহমেদের দাবি, রেল লাইনে ওই তরুণের দেহ পাওয়া যায়নি। ফলে স্থানীয় পুলিশই এই ঘটনার তদন্ত করবে। শেষপর্যন্ত জিআরপি-ই দেহটি মর্গে নিয়ে যায়।