চেন্নাই: মৃত্যুর পর তিনদিন পার হয়ে গিয়েছে। এখনও প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে মুহ্যমান গোটা তামিলনাড়ু। জায়গায় জায়গায় চলছে প্রার্থনা, মৌন মিছিল, শোকসভা। অন্যদিকে, ‘আম্মার’ প্রয়াণের পর রাজ্যের শাসনভারের  দায়িত্ব তুলে নেওয়ার পর এদিন মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী শশীকলার সঙ্গে দেখা করলেন নতুন মুখ্যমন্ত্রী পনীরসেলভম।


তাঁদের প্রিয় ‘আম্মা’-কে যেখানে সমাধিস্থ করা হয়েছে, সেই জায়গায় প্রতিদিন ভিড় করছেন মানুষ। সকলেই জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসছেন।


এদিন মারিনা সৈকতে জয়ললিতার সমাধিস্থল পরিদর্শনে যান চেন্নাই পুলিশ কমিশনার এস জর্জ। সরকারি আধিকারিকদের সঙ্গে সেখানে বৈঠকও করেন। মানুষজন যাতে অনায়াসে সেখানে দর্শন করতে পারেন, তার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।


শুধু সমাধিস্থলই নয়, জয়ললিতার পয়েস গার্ডেনের বাসভবনও এখন দর্শনীয়স্থান হয়ে উঠেছে। পাশাপাশি, শহরের বিভিন্ন স্থানে প্রয়াত নেত্রীর স্মৃতিতে মোমবাতি মিছিল বের করেন এআইএডিএমকে কর্মীরা।


জয়ললিতার স্মৃতিকে যখন আঁকড়ে ধরছেন সাধারণ মানুষ, তাঁর প্রয়াণের পর মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এখন প্রশাসনকে সচল রাখার কাজে মগ্ন পনীরসেলভম।


এদিন জয়ললিতার একনিষ্ঠ সহযোগী তথা দলের সাধারণ সম্পাদক শশীকলার সঙ্গে জয়ললিতার বাসভবনে দুঘণ্টা ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী পনীরসেলভম। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা।