নয়াদিল্লি: প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করার প্রক্রিয়া গত কয়েক মাস ধরেই চলছে। প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে যে সিম কার্ডগুলির সঙ্গে আধার নম্বর যুক্ত করা হবে না, সেগুলি বাতিল হয়ে যাবে।
এ বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে লোকনীতি ফাউন্ডেশনের দায়ের করা মামলায় সব প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীদের পরিচয় যাচাই করার আবেদন জানানো হয়। আবেদনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাধারণ অপরাধীদের পাশাপাশি সন্ত্রাসবাদীরাও প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহার করছে। তাই সব প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীর পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। লোকনীতি ফাউন্ডেশনের এই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট। রায় দেওয়ার এক বছরের মধ্যে সব প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ীই ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র।
বিশেষ সূত্রে খবর, প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীরা ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত করলেও, সংশ্লিষ্ট অপারেটররা গ্রাহকদের ব্যক্তিগত কোনও তথ্য নিজেদের কাছে রাখতে পারবে না। সব গ্রাহকের আধার এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ইউআইডিএআই-এর কাছে পাঠিয়ে দিতে হবে। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৯০ শতাংশই প্রি-পেইড গ্রাহক। সেই কারণেই মোবাইল ফোনের মাধ্যমে যাতে অপরাধ সংঘটিত না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছে, যত দ্রুত সম্ভব সব প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত করা হবে।
আধারের সঙ্গে যুক্ত না হলে ফেব্রুয়ারির পরেই বাতিল হয়ে যাবে প্রি-পেইড সিম, বলছে সূত্র
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2017 01:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -