ভোপাল: নিরাপত্তারক্ষীকে খুন করে ভোপালের সেন্ট্রাল জেল ভেঙে পালানো ৮ সিমি বন্দিকে কয়েক ঘণ্টার মধ্যেই গুলিযুদ্ধে খতম করা পুলিশকর্মীদের প্রত্যেককে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন খোদ শিবরাজ চৌহান। কিন্তু এনকাউন্টারে সিমি সদস্যদের মারা যাওয়ার দাবি ঘিরে বিরোধী শিবির সহ নানা মহলের তোলা প্রশ্ন, সন্দেহ-সংশয়ের মুখে ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ঘোষিত হওয়ার পর নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখল মধ্যপ্রদেশ সরকার।
উচ্চপদস্থ এক সরকারি কর্তা বলেছেন, বিচারবিভাগীয় তদন্ত ঘোষণা করা হয়েছে। তা চলা পর্যন্ত সরকার নগদ পুরস্কার দিতে পারে না। বিচারবিভাগীয় তদন্ত ঘোষণার আগে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সুতরাং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা না দেওয়াই সঙ্গত।
জেল ভেঙে সিমি বন্দিদের পালানো ও সংঘর্ষে নিহত হওয়ার পরদিন, গত ১ নভেম্বর, রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ওই পুলিশকর্মীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন শিবরাজ। তবে তখনই তা স্থগিত রাখার দাবি জানিয়েছিল মানবাধিকার সংগঠনগুলি।
তাদের বক্তব্য, সরকার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে দেখাতে এনকাউন্টারের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। বিচারবিভাগীয় তদন্তের ফল বেরনোর আগেই পুরস্কার ঘোষণা অভিযুক্তদের ক্লিনচিট দেওয়ারই সামিল। এনকাউন্টার নিয়ে রাজ্য সরকারের দিকে যখন অভিযোগের আঙুল উঠছে, তখন নগদ পুরস্কার দেওয়ার ঘোষণার ‘যৌক্তিকতা’ সম্পর্কে প্রশ্ন তোলে তারা।
সিমি এনকাউন্টার: পুলিশকর্মীদের নগদ পুরস্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2016 05:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -