ভোপাল: ৮ সিমি সদস্যের পালানোর ঘটনায় অবশেষে টনক নড়ল মধ্যপ্রদেশ সরকারের। শিবরাজ সিংহ চৌহান প্রশাসনের সিদ্ধান্ত, নিরাপত্তা বাড়াতে রাজ্যের সমস্ত জেলের পাঁচিলে বৈদ্যুতিন তারের বেড়া দেওয়া হবে।
খবরে প্রকাশ, রাজ্য সরকারের এক শীর্ষ কর্তা ইতিমধ্যেই ছত্তিশগড়ে গিয়েছেন সেখানকার জেলে ব্যবহৃত বৈদ্যুতিন বেড়ার বিষয়ে বিশদে জানতে। রাজ্য পুলিশের ডিজি (কারা) সঞ্জয় চৌধুরী জানান, তাঁরা এই বিষয়টি গুরত্ব সহকারে বিবেচনা করছেন।
আরও পড়ুন:
কীভাবে জেল ভেঙে পালাল ৮ সিমি জঙ্গি? মধ্যপ্রদেশের ওই জেলের সামনে এবিপি আনন্দের প্রতিনিধি
‘সবকো নিপটা দো’, অডিও ক্লিপে ৮ সিমি জঙ্গিকে মেরে ফেলার নির্দেশ পুলিশ কর্তার?
পাশাপাশি, রাজ্যের প্রায় ১২২টি জেলের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানান সঞ্জয়। বলেন, অডিটে কী রিপোর্ট বের হচ্ছে, তার ওপর নির্ভর করছে, কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গত রবিবার রাতে ভোপালের উচ্চ-সুরক্ষিত সেন্ট্রাল জেল থেকে পালায় ৮ বিচারাধীন সিমি সদস্য। পালানোর আগে তারা জেলের এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে। কয়েক ঘণ্টা পরই, জেলের অদূরে তাদের এনকাউন্টারে মারে পুলিশ। যাকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
ভোপালে ৮ সিমি বন্দির মৃত্যু সংঘর্ষে, মানতে নারাজ মমতা , পাল্টা তোপ বিজেপির
৮ সিমি জঙ্গির সংঘর্ষে মৃত্যু নিয়ে চাপানউতোর, বিচারবিভাগীয় তদন্ত চায় কংগ্রেস, পাল্টা বিজেপি
যার জেরে প্রথমে রাজি না হলেও অবশেষে কার্যত চাপে পড়ে গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদন্তের ভার দেওয়া হয়েছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস কে পাণ্ডেকে।
আরও পড়ুন:
সিমি বন্দিদের সংঘর্ষে মৃত্যু: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, বললেন রিজিজু
ভোপাল: জেল-ভাঙা ও এনকাউন্টার নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ শিবরাজের