ভোপাল:ভোপাল সেন্ট্রাল জেল থেকে পলাতক নিষিদ্ধ সংগঠন সিমি-র ৮ জঙ্গিকেই নিকেশ করল পুলিশ। খবর সূত্রের। জেল থেকে পালিয়ে ১০ কিলোমিটার দূরে আচারপুরা গ্রামে যায় জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তখনই গুলি চালায় তারা। এরপরই ৮ জঙ্গিকে পাল্টা গুলি চালিয়ে নিকেশ করা হয়।


গতকাল রাত ২টো থেকে ৩টের মধ্যে ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালায় ৮ জঙ্গি। পালানোর সময় জেলের প্রধান রক্ষী রমাশঙ্করকে গলা কেটে খুন করে তারা। স্টিলের থালা ও গ্লাস দিয়ে রক্ষীর গলা কেটে খুন করা হয়। এরপর বিছানার চাদর পাকিয়ে দড়ি বানিয়ে জেলের পাঁচিল টপকায় জঙ্গিরা। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা ৮ সিমি জঙ্গির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষের ভূমিকা। মধ্যপ্রদেশ সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সাসপেন্ড করা হয়েছে জেল সুপার-সহ সমস্ত আধিকারিকদের।

মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা এই ৮ সিমি জঙ্গির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। জঙ্গিদের পালানোর ঘটনায় প্রশ্নের মুখে  পড়েছে জেল কর্তৃপক্ষের ভূমিকা।