নয়াদিল্লি: কালো টাকা মোকাবিলায় সদ্যই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে সরকার। এরপর কালো টাকার মালিকদের ফের কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কালো টাকা মোকাবিলায় সরকারি উদ্যোগ এখানেই শেষ নয়। ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ ঘোষণা করা হবে। ৩০ ডিসেম্বরের পর আবারও একইভাবে নোট বাতিলের পথে হাঁটতে পারে সরকার।
উল্লেখ্য, বিভিন্ন ব্যাঙ্ক, ডাকঘরে গিয়ে বাতিল নোট বাতিলের সময়সীমা ধার্য হয়েছে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
জাপানের কোবে-তে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সত্ নাগরিকদের স্বার্থরক্ষার জন্য সরকার সব কিছু করবে।
উল্লেখ্য, আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে মোদী বলেছেন, এটা একটা সাফাই অভিযান। কাউকে অসুবিধায় ফেলা এর লক্ষ্য নয়। বিভিন্ন সমস্যার মুখে পড়া সত্ত্বেও যেভাবে নোট বাতিলের সিদ্ধান্তে ইতিবাচক মনোভাবের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'আমি প্রত্যেক ভারতবাসীকে স্যালুট করি। বহু পরিবারেই বিয়ের অনুষ্ঠান, অসুস্থতার মতো সমস্যা ছিল..হ্যাঁ, তাঁদের সমস্যা হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত তাঁরা সমর্থন করেছেন'।
তড়িঘড়ি নোট বাতিলের সিদ্ধান্তের জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন মোদী। সমালোচনার জবাবে মোদী বলেছেন, রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রথমে প্রকল্প আনা হয়েছিল। কোনও সুযোগ দেওয়া হয়নি, এমনটা কিন্তু নয়।