মুম্বই: গ্রেফতার হলেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। মুম্বইয়ের আন্ধেরিতে একটি অটোরিকশাকে তাঁর মার্সিডিজ ধাক্কা মারে। তবে জামিনযোগ্য ধারায় গ্রেফতার হওয়ায় তখনই ছাড়া পেয়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে লোখন্ডওয়ালা ব্যাক রোডের একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বছরতিরিশেকের আদিত্যর গাড়ি। এতে চালক ও অটোর ১ যাত্রী জখম হন। এরপর আদিত্যই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান তাঁদের। কিন্তু আহত মহিলা যাত্রী তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।

তারপর তাঁকে গ্রেফতার করা হলেও যেহেতু সব জামিনযোগ্য ধারা ছিল তাই তখনই মুক্তি পেয়ে যান তিনি।