নয়াদিল্লি: পঞ্জাবের গায়ক মিকা সিংহ-কে নিষিদ্ধ করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। প্রেস বিবৃতি দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের এই সংগঠন সাফ জানিয়ে দিল, ছবি নির্মাতা সংস্থা, মিউজিক কোম্পানি, অনলাইন মিউজিক কনটেন্ট সরবরাহকরা মিকার সঙ্গে আর কোনও কাজ করবে না। যদি কেউ এই নির্দেশ লঙ্ঘন করে তাহলে সেই সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বিবৃতির একটি করে কপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তথ্য ও সম্প্রচার দফতরের মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে।



উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ঘনিষ্ঠ এক সহযোগীর মেয়ের বিয়েতে গান গাইতে পাকিস্তান গিয়েছিলেন মিকা। পাক মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী ৮ অগস্ট সেখানে নিজের দল নিয়ে গিয়ে পারফর্মও করেন তিনি। আর এই অনুষ্ঠানের জন্য মিকা ১ কোটি টাকা নিয়েছেন বলেও জানা যায়। এমনও শোনা যাচ্ছে ‘মিকা সিংহ নাইট’ নামের ওই সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিল দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরাও।


মিকার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে শোরগোল বেঁধে যায়। পাকিস্তানেও এ নিয়ে শাসক-বিরোধীর মধ্যে তরজা চলে। এরই মধ্যে ভারতে মিকা-কে নিষিদ্ধ করে বিবৃতি দিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।