জিহাদ সমর্থকরা আগে নিজেদের ঘরের ছেলেদের জীবন বলিদানে পাঠিয়ে দেখান! জিতেন্দ্র
web desk, ABP Ananda
Updated at:
16 Jul 2016 04:22 PM (IST)
জম্মু: জিহাদের সমর্থকদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের। তথাকথিত জিহাদের পিছনে কোনও স্থির বিশ্বাস থাকলে তাঁরা বলির পাঁঠা করতে নির্দোষ পরিবারের ছেলেদের জীবন বলিদান দিতে পাঠানোর আগে নিজেদের ঘরের সন্তানদের পাঠিয়ে দৃষ্টান্ত তৈরি করুন না! বললেন জিতেন্দ্র। সাংবাদিক সম্মেলনে তিনি এও বলেন, এ দেশ এবং জম্মু ও কাশ্মীরের যুবসমাজকে সঠিক রাস্তায় চালানোর সবচেয়ে সেরা উপায় ওদের এটা বোঝানো যে, তথাকথিত জিহাদ বা স্বাধীনতার লড়াই যদি এতই পবিত্র হয়, তাহলে জিহাদের নেতাদের প্রশ্ন করতে হবে, কেন তাঁদের সন্তানরা অন্য রাজ্য, শহরে বা কখনও কখনও অন্য দেশে নিশ্চিন্ত আশ্রয়ে রয়েছে, চাকরি বা পড়াশোনা করছে।
তিনি এদিন সাংবাদিক বৈঠকে এও বলেন, কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তানের মধ্যে কোনও সমস্যাই নেই। ১৯৯৪ সালেই ভারতের সংসদে সর্বসম্মত ভাবে পাশ হওয়া প্রস্তাবে বলে দেওয়া হয়েছে যে, যদি কোনও সমস্যা থেকে থাকে, তাহলে সেটা হল, কীভাবে অন্যায় ভাবে পাকিস্তানের দখলে থাকা জ্ম্মু ও কাশ্মীরের অংশকে পুনরুদ্ধার করা যায়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -