আরা: কেউ যদি দেশ-বিরোধী স্লোগান তোলে, তাকে থাপ্পড় মারা হবে। নাম না করে কানহাইয়াদের ঠিক এই সুরেই জানালেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব তথা বিজেপি সাংসদ রাজকুমার সিংহ।
রবিবার, বিহারের আরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেউ ‘ভারত তেরে টুকরে হোঙ্গে...’ জাতীয় দেশবিরোধী স্লোগান তুলছে দেখেও চুপ করে থাকব, আমরা সেধরনের মানুষ নই। তিনি যোগ করেন, আমরা জাতীয়তাবাদী। কাউকে দেশবিরোধী স্লোগান তুলতে দেখলেই থাপ্পড় মারব।
প্রসঙ্গত, গত বছর দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে কিছু বিক্ষোভকারী ‘ভারত তেরে টুকরে হোঙ্গে...’-র মতো স্লোগান তুলেছিল। সেই সময়ে ওই বিক্ষোভকারীদের প্রধান মুখ হয়ে উঠেছিলেন কানহাইয়া। এদিন যদিও আর কে সিংহ মুখে জেএনইউ-এর নাম তোলেননি, তবে মনে করা হচ্ছে ওই ইস্যুতেই তাঁর এই প্রতিক্রিয়া।