মুজফফরনগর, উত্তরপ্রদেশ: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে পণের দাবিতে মামলা রুজু করলেন তাঁর ভ্রাতৃবধূ। নওয়াজের ভাই মিনাজুদ্দিনের স্ত্রী আফরিনের অভিযোগ, তাঁর স্বামী, ভাসুর নওয়াজ ও তাঁদের অন্য ভাইবোনরা পণের দাবিতে তাঁর ওপর অত্যাচার চালাচ্ছেন। এ নিয়ে স্থানীয় বুধানা নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি।
নওয়াজ, মিনাজ, তাঁদের দুই ভাই ফইজুদ্দিন, মাঝুদ্দিন ও তাঁদের বোন সাইমার বিরুদ্ধে পুলিশে নালিশ করেছেন আফরিন। তিনি জানিয়েছেন, ৩১ মে মিনাজের সঙ্গে বিয়ে হয় তাঁর। তখন থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে নির্যাতন করছেন তাঁকে। তবে পুলিশ এখনও এ ব্যাপারে কোনও অভিযোগ রুজু করেনি। পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টির তদন্ত করছেন তাঁরা। প্রাথমিকভাবে অভিযোগের সারবত্তা পাওয়া গেলে মামলা দায়ের হবে। টুইটারে নওয়াজ অবশ্য দাবি করেছেন, সিসিটিভিতে সব কিছু রেকর্ড আছে। পুলিশ তদন্ত করছে, চিন্তার কারণ নেই।
পণের দাবিতে নির্যাতনের মামলা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে
ABP Ananda, Web Desk
Updated at:
02 Oct 2016 12:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -