জামুই (বিহার): ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অথচ, হাতে এটিএম কার্ড!  একজন নয়, একবারে একসঙ্গে শতাধিক মানুষের। খবর পেয়েই  বিষয়টির তদন্তে সিট।


নকশাল-অধ্যুষিত বিহাররে জামুই জেলার অন্তর্গত সিকান্দ্রা পুলিশ স্টেশনের আওতায় একটি ছোট্ট গ্রাম আচমভৌ। সম্প্রতি, সেখানকার প্রায় শ’খানেক বাসিন্দা দেখেন, তাঁদের নামে ডাকে এটিএম কার্ড এসে পৌঁছেছে। অথচ, এই গ্রামের কারোরই ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই।


জানা যায়, এটিএম কার্ডগুলি এসেছে সিঝৌরির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা থেকে। অদ্ভুত এই ঘটনার কথা প্রকাশ পেতেই তড়িঘড়ি তদন্তে নেমেছে পুলিশ।


প্রসঙ্গত, কেন্দ্রের পুরনো ৫০০ ও ১০০০ নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে নগদ সমস্যায় পড়েছে মাও-সংগঠনগুলি। তাই, এই ঘটনার সঙ্গে কোনও মাওবাদী যোগ আছে কি না তা তারা খতিয়ে দেখছে।


জামুই পুলিশ সুপার জয়ন্ত কন্ত জানান, তদন্তে একটি সিট গঠন করা হয়েছে। মাও-যোগ প্রসঙ্গে তিনি বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কী করে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষও।