লখনউ: রাজ্যের বিধায়কদের কাছে ফোনে তোলাবাজি-হুমকি আসার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করল উত্তরপ্রদেশ সরকার।


গত কয়েকদিনে উত্তরপ্রদেশের অন্তত এক ডজন বিধায়কের কাছে ফোনে হুমকি আসে। ওপ্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রাক্তন সঙ্গী হিসেবে পরিচয় দিয়ে প্রত্যেক বিধায়কের থেকে ১০ লক্ষ টাকা দাবি করে। হুমকিতে এ-ও  বলা হয়, টাকা না দেওয়া হলে তিনদিনের মধ্যে পরিবারকে হত্যা করা হবে।


অধিকাংশ বিধায়ক শাসক দলের। বিধায়কদের দাবি, তাঁদের কাছে এসএমএস ও হোয়াটসঅ্যাপে এই হুমকি আসে। এরপরই নড়েচড়ে বসে যোগী আদিত্যনাথ প্রশাসন। এদিন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ বলেন, এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। প্রেরক প্রক্সি সার্ভারের মাধ্যমে ওই হুমকি-বার্তা পাঠাচ্ছে। আমরা চেষ্টা করছি আইপি অ্যাড্রেস বের করার। নতুন টিম সেই কাজ শুরু করে দিয়েছে।


যে ব্যক্তি হুমকি-বার্তা পাঠাচ্ছে, তার পরিচয় নিয়েও এখনই কোনও সিদ্ধান্ত পৌঁছতে নারাজ পুলিশ। ডিজি বলেন, ওই ব্যক্তি এক বিশেষ নাম ব্যবহার করছে। সে নিজেকে দুবাইয়ের আলি বুদেশ ভাই বলে দাবি করছে। প্রসঙ্গত, একসময় দাউদ ইব্রাহিমের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আলি বুদেশ। দুজনের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর ১৯৯৮ সালে বুদেশ বাহরিনে চলে যায় এবং সেখান থেকেই অপারেশন চালাতে থাকে।


জানা গিয়েছে, ফোনে হুমকির ঘটনা তাঁর কানে পৌঁছতেই সঙ্গে সঙ্গে পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্দেশ দেন, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং সন্ত্রাসদমন শাখা (এটিএস)-কে দিয়ে অবিলম্বে তদন্ত করাতে। সেই অনুযায়ী, রাজ্য এসটিএফ-এর আইজি-র নেতৃত্বে একটি সিট গঠন করা হয়। ওই টিমে রাখা হয়েছে এটিএস-এর অতিরিক্ত এসপি-কেও।


এডিজি (আইনশৃঙ্খলা) আনন্দ কুমার জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, নম্বর খতিয়ে দেখে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করা হচ্ছে। ওই ফোনে সম্ভবত হোয়াটসঅ্যাপ সুবিধা রয়েছে। তার মাধ্যমেই ওই হুমকি দেওয়া হয়েছে।


এদিকে, হুমকি-কাণ্ডকে হাতিয়ার করে আদিত্যনাথ সরকারকে আক্রমণ শুরু করে দিয়েছে বিরোধীরা। সমাজবাদী পার্টি প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, বর্তমান জমানায় কেউ-ই সুরক্ষিত নন। বিধায়কদের ভয়ানক পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। একই অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র অরুণ প্রকাশ। তাঁর দাবি, বিজেপি সরকারের বড় বড় দাবির আসল সত্য প্রকট হয়ে উঠেছে বিধায়কদের এই হুমকিতে।